Views Bangladesh Logo

বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

পার বাংলার নাট্যমঞ্চ থেকে বড় পর্দা- দুই ক্ষেত্রেই দাপুটে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করা বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু আর নেই। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৬৫ বছর।

ভারতীয় গণমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। প্রথমে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে, কিন্তু উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত সমস্যার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছিল।

হঠাৎ ঘরে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসার মাঝপথে তার কিডনির সমস্যাও ধরা পড়ে। সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে তিনি না-ফেরার দেশে চলে যান।

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। মঞ্চ ও ক্যামেরার সামনে তিনি ছিলেন একজন অসাধারণ অভিনেত্রী। সাম্প্রতিক সময়েও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে তার অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ