৯০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির তথ্য যাচাই হচ্ছে: ফারুক-ই-আজম
মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার ব্যক্তির তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে সরকার। যাচাইয়ের পর ভুয়া পরিচয়ে চাকরি নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
সোমবার (৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, “বিগত সরকারের আমলে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে বিভিন্ন সুবিধা নিয়েছেন। আদালতের মাধ্যমে এমনকি অনেক অমুক্তিযোদ্ধাও সনদ পেয়েছেন, যদিও জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) নামের একটি কর্তৃপক্ষ বিদ্যমান ছিল।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চায়। সে লক্ষ্যে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।”
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, “মুক্তিযোদ্ধারা জাতীয় সম্পদ। রাজনৈতিক কারণে তাদের মধ্যে বিভাজন করা চলবে না। জেলে গেলেও মুক্তিযোদ্ধাদের জন্য ডিভিশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে