Views Bangladesh Logo

নভেম্বরের মধ্যে শেখ হাসিনার দুর্নীতি মামলার রায় হবে, প্রত্যাশা দুদক চেয়ারম্যানের

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের নভেম্বরের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৬ মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। একই সঙ্গে হাইকোর্টে স্থগিত থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলাটিও সচল করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, চলমান কিছু মামলার রায় নভেম্বরের মধ্যেই হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নতুন চুক্তি দুদকের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এসময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও আমলাতান্ত্রিক মানসিকতার পরিবর্তন অপরিহার্য। দুর্নীতি সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপ নিচ্ছে, তাই দুদককেও কৌশলগতভাবে অভিযোজন করতে হবে।

টিআইবিকে তিনি দুদকের একটি গুরুত্বপূর্ণ ‘ওয়াচডগ পার্টনার’ হিসেবেও অভিহিত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ