Views Bangladesh Logo

হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে রায়ের কোনো মূল্য নেই: মীর স্নিগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর না হলে আদালতের রায়ের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'যদি ফাঁসি কার্যকর না হয়, তাহলে আওয়ামী দোসররা তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা জরুরি।'

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'একজন খুনি ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে রাখবেন না। তাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিন। দেশের মানুষই ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'

স্নিগ্ধ আরও বলেন, শহীদ পরিবারের সদস্যরা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ডে সন্তুষ্ট নন। তিনি মন্তব্য করেন, 'তিনি রাজসাক্ষী হলেও পাঁচ বছর যথেষ্ট নয়; তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল। উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকলে আমরা আপিল করব।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ