Views Bangladesh Logo

এনআইডিতে শুধু ফিঙ্গারপ্রিন্টের দাবিতে বগুড়ায়, চাঁপাইনবাবগঞ্জে নারীদের মানববন্ধন

জাতীয় পরিচয়পত্রে মুখের ছবি বাদ দিয়ে শুধু ফিঙ্গার প্রিন্ট (হাতের আঙুলের ছাপ) নেওয়ার দাবিতে বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৃথক মানববন্ধ করেছে ‘পর্দানশীন নারী সমাজ’ নামে একটি সংগঠন।

পর্দানশীল নারীদের ১৬ বছর ধরে নাগরিকত্ব বঞ্চিত করে রাখার অভিযোগ তুলে বুধবার ( ২৯ জানুয়ারি) বগুড়া শহরের সাতমাথা এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে একটি মানববন্ধন করা হয়।

এসময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এরপরেও এই দেশে পূর্ন পর্দা করতে গেলে বৈষম্যের শিকার হতে হয়।

পরবর্তীতে তারা তিনটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, গত ১৬ বছর ধরে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন। তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীল নারীদের ধর্মীয় ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকতর অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার অধিকার দিতে হবে। সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর পুরনো পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। সেইসাথে পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারী সহকারি বাধ্যতামূলক করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহনকারীদের পক্ষ থেকে ওয়ালিদা খাতুন নামে এক নারী লিখিত আকারে সাংবাদিকদের কাছে তাদের দাবি তুলে ধরেন।

এদিকে, একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের সামনে আরেকটি মানববন্ধন হয়।

মানববন্ধনে পর্দানশীন নারী সমাজের সংগঠক আহমদ নুরজাহান মতি বলেন, ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখা হয়েছে। আমরা ছবি নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চাই।

পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ