সারাদেশের ৫ জায়গায় যানবাহনে আগুন
রাজধানী ঢাকাসহ সারাদেশের পাঁচ জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের গণপূর্ত অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাজেরো ও পিকআপে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জাজিরার শরিয়তপুরে একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে। আজ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়।
এদিকে ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে