মাজার ভাঙা ও লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয় : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ আমরা নিজেদের দ্বিধাবিভক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা কারো মাজার ভেঙে দিচ্ছি, কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, 'আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, রাষ্ট্রীয় চেতনাই বলি – কিন্তু পৃথিবীর কাছে নিদর্শন রেখে গেছেন আরবের সেই মহামানব। আমরা যদি তার শিক্ষা না নিয়ে নিজেরা ধর্মকে বিভাজিত করি, তাহলে তার আদর্শের সঠিক অনুকরণ হচ্ছে না। মহানবী ঐক্যের প্রতীক ছিলেন।'
তিনি আরও বলেন, 'যদি আমরা তার আদর্শ এবং বাণী অনুযায়ী জীবনযাপন করতাম, তাহলে এই দেশ থেকে অন্যায়, কুপ্রবৃত্তি, পাপাচার ও হানাহানি বন্ধ হতো। কিন্তু আমরা সেই অনুকরণ করি না, এটিই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।'
মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে