Views Bangladesh Logo

কমিউনিটি সেন্টারে পোড়া দুই মরদেহ উদ্ধার, ভবঘুরে যুবক আটক

সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় এক ভবঘুরে যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সাভারের থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম সম্রাট হোসেন ওরফে কিং খান (৩৪)। তিনি দীর্ঘদিন ধরে থানা রোড এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করতেন এবং রাতে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে থাকতেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের কাছে তিনি একজন ভবঘুরে এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে সম্রাটকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট ছয়টি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, এর আগে সাভারের ওই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের দুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ