Views Bangladesh Logo

বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৪, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬০ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরও। হতাহতদের বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী।


আহতদের ৬০ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে গুরুতর পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ডা. নাসির উদ্দিন। তিনি জানান, আহতদের বেশিরভাগই মাইলস্টোনের শিক্ষার্থী।


অন্য চারজন চিকিৎসাধীন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আহত আরও বেশ কয়েকজনকে নেয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। 


উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ জুলাই) বেলা ১টা ২৪ মিনিটে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এর ১৮ মিনিট আগে বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। দুর্ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের খোঁজে কলেজ ক্যাম্পাস ছাড়াও হাসপাতালগুলোতে জড়ো হয়েছেন অসংখ্য অভিভাবক।

বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েছেন এবং দুর্ঘটনার পর ধোঁয়া ও আগুনে ভরা এলাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ