Views Bangladesh Logo

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২২ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২১ জুলাই রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ২২ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনাক্ত হওয়া মৃতদেহগুলো ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখনো ৭ জনের মৃতদেহ মর্গে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ৬ জনের মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে রাখা হয়েছে। এসব মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের লক্ষ্যে ডিএনএ নমুনা পরীক্ষার কাজ চলছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত শিক্ষার্থী ও পাইলটসহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। আইএসপিআর জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৩১ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ