Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার তিন দিনের বৈঠকের শেষ দিনে দুপক্ষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও কিছু বিষয় এখনও আলোচনার অপেক্ষায় রয়েছে। আলোচনা আরও ফলপ্রসূ করতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে সংলাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।

শনিবার (১২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিবৃতিতে বলা হয়, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে দুই দেশের মধ্যে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চালু থাকবে। ভবিষ্যত বৈঠকগুলো ভার্চুয়ালি অথবা সামনাসামনি উভয়ভাবেই হতে পারে। এ জন্য সময় ও তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে।

আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব, যারা ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এ ছাড়া সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও অনলাইনে অংশগ্রহণ করেন।

বাণিজ্য উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা রোববার দেশে ফিরবেন। তবে প্রয়োজনে তারা আবার যুক্তরাষ্ট্রে যাবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

আলোচনার পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ