যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় পরামর্শ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন এই বিষয়ে আগামী বুধবার (৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের যে বৈঠক হবে সেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শুল্ক কাঠামো পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি এই আলোচনায় শুল্ক নতুন করে কমে আসতে পারে।’
বর্তমান শুল্ক হারকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার। এত কম ঘাটতির পরেও এত উচ্চ হারে শুল্ক আরোপের যৌক্তিকতা নেই।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ন্যায্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং পোশাক ও টেক্সটাইল খাতের রপ্তানিকারকদের ওপর চাপ কমানোর জন্য আসন্ন এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে সরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে