Views Bangladesh Logo

উভয় পক্ষের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি কেবল উভয় পক্ষের সম্মতিতে তথ্য অধিকার আইন অনুযায়ী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর হাই স্কুল মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আলু চাষিদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ বছর আলুর উৎপাদন আগের চেয়ে অনেক বেশি হয়েছে। আগামী এক মাসে দাম কিছুটা বাড়তে পারে। রপ্তানিই একমাত্র উপায়। আমরা আলু রপ্তানির জন্য প্রণোদনা ও সহায়তা প্রদান করছি এবং চাহিদা সৃষ্টির চেষ্টা চলছে। টিসিবির মাধ্যমে বাজার থেকেও আলু ক্রয় করা হবে। সরকার রপ্তানি লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে, যা চাষি ও ভোক্তার উভয়ের স্বার্থ রক্ষা করবে।’

বাজার সিন্ডিকেট নিয়ে শেখ বশীর উদ্দিন বলেন, ‘সব হিমাগারে আলুর প্রতিটি বস্তার জন্য নির্দিষ্ট দাম নির্ধারণ করা হয়েছে। বাজার পরিচালনা, মনিটরিং এবং মাঠ প্রশাসন একসঙ্গে কাজ করছে। সব হিমাগার নির্ধারিত দাম মেনেই চলছে।

উল্লেখ্য, প্রায় ১২:৪৫ মিনিটে উপদেষ্টার হেলিকপ্টার আক্কেলপুরের গোপীনাথপুর হাই স্কুল মাঠে অবতরণ করে। সেখানে জেলা, পুলিশ, উপজেলা প্রশাসন এবং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ