ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি উষা ভ্যান্সের প্রশংসা ট্রাম্পের

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জে ডি ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্সকেই তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতেন। কারণ, তিনি ‘বুদ্ধিমতী’। কিন্তু উত্তরাধিকারের রেখাটি সেভাবে কাজ করেনি।
সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে স্বামী জে ডি’র শপথ নেয়ার পর প্রথম ভারতীয়-আমেরিকান ও হিন্দু সেকেন্ড লেডি হয়েছেন উষা।
সেকেন্ড লেডির পদ পাওয়া সর্বকনিষ্ঠ নারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে ৩৯ বছরের উষা। সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের ভাইস প্রেসিডেন্ট অ্যালবেন বার্কলির স্ত্রী ৩৮ বছর বয়সী জেন হ্যাডলি বার্কলির অবস্থান এক্ষেত্রে শীর্ষে।
৭৮ বছর বয়সী রিপাবলিকান এই বিশ্বনেতা বলেন, ‘আমি নির্দিষ্ট সময়ের মধ্যে জেডিকে দেখছি। আমি ওহাইওতে তাকে সমর্থন করেছি। তিনি একজন দুর্দান্ত সিনেটর এবং খুব, খুব স্মার্ট একজন’।
‘কিন্তু একমাত্র স্মার্ট তার স্ত্রী- ট্রাম্প যোগ করায় অভিষেকস্থল রাজধানী ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালের রেফারেন্স হলের অতিথিরা হেসে ওঠেন।
ট্রাম্প তখন জেডির দিকে তাকিয়ে বললেন, ‘আমি তাকেই বেছে নিতাম। কিন্তু উত্তরাধিকারের রেখাটি সেভাবে কাজ করেনি, তাই না?’।
সমবেতদের উদ্দেশ্যে ট্রাম্প তার সফল পুনঃনির্বাচনের জন্য দলের সবার, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডির প্রশংসাও করেন।
জেডি-উষা দম্পতিকে ‘সুন্দর’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তারা মহান ও দুর্দান্ত সুন্দর দম্পতি এবং অবিশ্বাস্য ক্যারিয়ার তাদের।
এর আগে বাম হাত বাইবেলের ওপর রেখে ও ডান হাত তুলে শপথ নেন জেডি ভ্যান্স। সে সময় গোলাপী কোট পরা উষা ভ্যান্স এক হাতে বাইবেল এবং অন্য হাতে তাদের মেয়ে মিরাবেল রোজকে ধরে রেখেছিলেন। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স তার ।
ভারতীয় অভিবাসীদের মেয়ে উষা চিলুকুরি ভ্যান্স একজন আইনজীবী। তার বাবা-মায়ের পৈত্রিক গ্রাম অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ভাদলুরু।
সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানাহ ও জন রবার্টসের ক্লার্কও ছিলেন ঊষা। তার পরামর্শদাতা বিচারপতি ব্রেট কাভানাহই উষার স্বামী জেডি ভ্যান্সকে শপথবাক্য পাঠ করান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে