যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ আরও কমতে পারে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার (৬,০০০ মিলিয়ন ডলার)। এই ঘাটতি কমলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত প্রতিশোধমূলক শুল্ক ২০ শতাংশের নিচে নামিয়ে আনতে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডেন লিঞ্চের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রতিনিধিদল দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা করছে।
শেখ বশির উদ্দিন জানান, আলোচনায় মূলত যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশি পণ্য কেনা বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এসব অঙ্গীকার মূলত কৃষিপণ্য, জ্বালানি এবং বিমান কেনাকে কেন্দ্র করে। তিনি আরও জানান, এসব ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরকালে মার্কিন প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে