Views Bangladesh Logo

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সমবেদনা

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্র সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ সমবেদনা প্রকাশ করে। বার্তায় বলা হয়, সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর আত্মত্যাগে যুক্তরাষ্ট্র শোকাহত। একই সঙ্গে হামলায় আহত আটজনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান ও অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) বিকেল ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন আহত হন।

আইএসপিআরের তথ্যমতে, আহত আট শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এ নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আইএসপিআর বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ