ভিসা জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা
ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ভিসা জালিয়াতির সঙ্গে জড়িতদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত থাকবে আজীবনের জন্য তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সুরক্ষিত সীমান্তের গুরুত্বের ওপর জোর দিয়ে দূতাবাস আরও জানায়, সুরক্ষিত সীমান্ত ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতি করবে অথবা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বা আশ্রয় নিতে সাহায্য করবে, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
এই ঘোষণার মধ্য দিয়ে অভিবাসন সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে মার্কিন সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে