নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এ সতর্কতা প্রকাশ করা হয়।
নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, নির্বাচনী সময়ে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঝুঁকি থাকতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থান। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ-সমাবেশ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সব সময় সতর্ক থাকতে, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে এবং জরুরি প্রয়োজনে চার্জযুক্ত মুঠোফোন সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা ও বিকল্প চলাচলপথ আগে থেকেই ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর সেবা দেবে বলেও জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে