Views Bangladesh Logo

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়ক

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্র্যামক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করা হয়েছে। শহরটির ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে।

বিএনপির মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার সম্মানে সড়কটির নামকরণের প্রস্তাব সম্প্রতি হ্যামট্র্যামক সিটি কাউন্সিলে অনুমোদন পেয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটিই ‘খালেদা জিয়া স্ট্রিট’ হিসেবে নামকরণ করা হয়েছে। বর্তমানে ওই সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় উদ্যোগে সিদ্ধান্তটি বাস্তবায়ন সম্ভব হয়েছে।

মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, হ্যামট্র্যামক শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের প্রতি বৈশ্বিক স্বীকৃতির প্রতীক।

এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল বলে জানায় মিডিয়া সেল। স্থানীয়দের ধারণা, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিহাস ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে আরও সচেতন করবে।

বহুজাতিক ও বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত হ্যামট্র্যামক শহরে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণকে দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ