হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, রোববার বিকেলে টেরেন্স আরভেল জ্যাকসন নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
পুলিশ জানায়, রোববার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়। দূতাবাসের তরফে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন।
পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান বলে জানায় পুলিশ।
দূতাবাস সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার (৩০ অগাস্ট) উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে