Views Bangladesh Logo

বাংলাদেশের আসন্ন নির্বাচন গণতন্ত্রের নতুন ভিত্তি গড়বে: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন দেশে গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে। অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলো শক্তিশালী গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিতের লক্ষ্যে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যান হিডালগোর সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, সামাজিক ব্যবসা, ক্রীড়া উদ্যোগ এবং রোহিঙ্গা শরণার্থী সমস্যাসহ বিশ্বজুড়ে মানবিক সংকট নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত নির্বাচন ‘শুধু আরেকটি নির্বাচন’ হবে না, বরং এটি হবে, ‘সংজ্ঞায়িত ঘটনা’, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে।

সাক্ষাৎকালে ড. ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ ও মানবতার প্রতি তার প্রতিশ্রুতির প্রশংসা করেন মেয়র হিডালগো। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্বজুড়ে সহায়তা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তায় জোর দেন দুই নেতা। হিডালগো আশা প্রকাশ করেন, একদিন তারা নিরাপদে ও মর্যাদার সাথে মিয়ানমারে ফিরে যাবেন।

রোহিঙ্গা সংকট উত্তরণে জাতিসংঘের আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের কথা তুলে ধরেন ড. ইউনূস। মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মেয়র হিডালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ