Views Bangladesh Logo

আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন: ইসি সানাউল্লাহ

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। তিনি জানান, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে দেশীয় নির্বাচনি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্য কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে ৪০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি অংশ নেন।

ইসি সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন, এবং কেউ এটিকে ব্যাহত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, 'ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক। পর্যবেক্ষক ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান—পক্ষপাত দেখানো চলবে না। নিম্নমানের পর্যবেক্ষকও প্রয়োজন নেই।'

তিনি আরও বলেন, 'বিদেশিরা দেশীয় সংস্থার মাধ্যমে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারবে না। বিদেশি পর্যবেক্ষক হিসেবে কাজ করতে চাইলে তাদের সংশ্লিষ্ট আইনের আওতায় আবেদন করতে হবে। ফ্রিল্যান্স পর্যবেক্ষক গ্রহণযোগ্য নয়। পর্যবেক্ষকরা নির্বাচন-আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরদিন দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক শনাক্তে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করবে ইসি।'
`

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ