Views Bangladesh Logo

আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা সামনের নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

ররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের সবকিছুর মূলভিত্তিই আইনশৃঙ্খলা। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, পুলিশ নিজেদের সংগঠিত করতে পেরেছে, তবে আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, সামনে একটি আদর্শ নির্বাচন হবে। আর সেই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। আমরা চাই সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিস্তৃতভাবে দেখলে দেখা যায় উন্নত দেশে শিক্ষা ও স্বাস্থ্যখাত বেশি গুরুত্ব পায়। আমরা চেষ্টা করছি। ডাক্তার-নার্সের সংকট কমাতে ইতোমধ্যে আড়াই হাজার নার্স ও তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বাজেটে এই খাতে আরও বরাদ্দ বাড়বে।”

আলু রপ্তানি বিষয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা ভেবে দেখছি। তবে সহজ নয়। বিশ্বে খুব কম দেশই নিয়মিত আলু আমদানি করে। আবার কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কিছু দেশ আলু আমদানি করে থাকে।”

বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশে গেলে অবশ্যই দক্ষতা নিয়ে যেতে হবে। আমাদের অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে যায়, ফলে কম বেতন পায়। বিপরীতে নার্সসহ দক্ষ পেশাজীবীদের বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ করে জনশক্তি পাঠাতে পারলে দেশের জন্য তা অনেক উপকারী।”

স্থানীয় গরু নিয়ে তিনি বলেন, “রংপুরে ছোট জাতের দেশি গরু প্রচুর আছে, যেগুলোর মাংস খুব সুস্বাদু। ঢাকায়ও এসব গরুর মাংসের চাহিদা অনেক। প্রাণিসম্পদ বিভাগ চাইলে এদিকে নজর দিতে পারে।”

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তারা।

সভায় ‘উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। রংপুর সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। রোববার নীলফামারীর কিশোরগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ