Views Bangladesh Logo

আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য মাইলফলক হতে যাচ্ছে: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। তিনি বলেন, একদিকে পুরো বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে নজর রাখছে, অন্যদিকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিও বার্তায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও অংশ নেন।

বার্তায় সিইসি বলেন, তরুণ সমাজের অংশগ্রহণ এই নির্বাচনে নতুন উদ্দীপনা যোগ করেছে। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, “আপনার ভোটই আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন।” 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ