Views Bangladesh Logo

দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আসিফ নজরুল

ইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ স্বাধীন হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, এবারের নির্বাচনে দুটি ব্যতিক্রমী দিক রয়েছে—ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) এবং গণভোট। তিনি জানান, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনকে আরও শক্তিশালী ও দৃঢ় করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর সরকার একটি জাতীয় নির্বাচন আয়োজন করেছে এবং এটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনে একযোগে ও বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ