এসডিজিএস অর্জনে এআই-এর ব্যবহারিক প্রয়োগের আহ্বান
মাসিক গোলটেবিল আলোচনা ‘এসডিজি ক্যাফে’র ১৭তম পর্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক সম্ভাবনায় আলোকপাত করেছে জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস), বাংলাদেশ। সরকার, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং উন্নয়ন সংস্থাগুলোর নেতাদের প্রতি জলবায়ু স্থিতিস্থাপকতা, কৃষি এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় এআই-এর ব্যবহারিক প্রয়োগেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
‘উদ্দেশ্যের সাথে উদ্ভাবন: ২০৩০ সালের সাফল্যে এআই-এর রূপান্তর’ শীর্ষক আয়োজনটি সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইউএনওপিএস কার্যালয়ে হয়।
মূল বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উদ্ভাবন কর্মকর্তা ও মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন বলেন, এআই তত্ত্ব উন্নত বিশ্ব বাস্তবায়নের সঙ্গে বাস্তবতার ব্যবধান দূর করে।
প্রভাবশালী উদ্ভাবনে ইউএনওপিএসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলিধরন। জাতীয় উন্নয়ন অগ্রাধিকারগুলোকে সমর্থনকারী টেকসই অবকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানেও জোর দেন তিনি।
এআই-এর নৈতিক ও দায়িত্বশীল স্থাপনায় বহু-অংশীদারদের সহযোগিতাকে উৎসাহিত করে সেতু-নির্মাতা হিসেবে সংস্থার ভূমিকায় জোর দিয়েছেন ইউএনওপিএসের দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লস ক্যালানান। অংশগ্রহণকারীদের প্রতি সংলাপের বাইরে গিয়ে বাস্তব সুবিধা দানকারী সুনির্দিষ্ট পাইলট প্রকল্পের দিকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
ধারাবাহিক সংলাপের মাধ্যমে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্ভাবক এবং উন্নয়ন অংশীদারদের মাঝে সহযোগিতা বাড়িয়েছে এসডিজি ক্যাফে। ‘বাংলাদেশে এজেন্ডা ২০৩০’-এর অগ্রগতি ত্বরান্বিত করতে এআই-চালিত কৌশলগুলো অন্বেষণের প্ল্যাটফর্মও তৈরি করেছে এটি।
ইউএনওপিএস বিশ্বজুড়ে শান্তি বিনির্মাণ ও মানবিক সহায়তা এবং উন্নয়নে প্রকল্প প্রদান, অবকাঠামো, ক্রয়, মানবসম্পদ ও প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা কাজে লাগিয়ে জাতিসংঘ ও তার অংশীদারদের সমর্থন করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে