বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে আগ্রহী ইউএনওডিসি
মাদক, মানব পাচার, দুর্নীতি, সন্ত্রাসসহ আন্তর্জাতিক সংগঠিত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে চায় জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি)। সংস্থাটির নবনিযুক্ত আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগ মঙ্গলবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পরিচয়পত্র পেশ করার সময় এই আগ্রহের কথা জানান।
বাংলাদেশে এটি তার প্রথম সফর উল্লেখ করে হোলগ বলেন, ইউএনওডিসির অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে কার্যকর উদ্যোগ এগিয়ে নিতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে তিনি বাংলাদেশের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
নবনিযুক্ত প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইউএনওডিসির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার ও ইউএনওডিসির মধ্যে প্রস্তাবিত সহযোগিতা কাঠামো দ্রুত চূড়ান্ত হলে তা ভবিষ্যতে বাস্তব ও ইতিবাচক ফল বয়ে আনবে। পাশাপাশি, তিনি ঢাকায় ইউএনওডিসির একটি কান্ট্রি অফিস স্থাপনের ওপরও জোর দেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন এ অঞ্চলে মাদকসহ অন্যান্য সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।
একই দিন ক্রিস্টিয়ান হোলগ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে