Views Bangladesh Logo

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের দাবি প্রেস সচিবের

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ১৫ বছরে দেশের সাংবাদিকতা কতোটা স্বাধীন ও দায়িত্বশীল ছিল, তা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন তিনি।

শনিবার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন’ পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘গত ১৫ বছরের সাংবাদিকতায় অনেক ব্যর্থতা ছিল। এই সময়ে দেশে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে, অসংখ্য গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিএনপি দাবি করেছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা করা হয়েছিল। এসব বিষয় নিয়ে আমরা কতোটা সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা করেছি, এখন সেই প্রশ্ন তোলা জরুরি’।

তিনি জানান, ‘জাতিসংঘের কাছে আমরা চিঠি প্রস্তুত দিচ্ছি, যেন তারা বাইরের নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে গত ১৫ বছরের সাংবাদিকতা বিষয়ে তদন্ত করে দেখেন। এতে সত্য উদঘাটনের পাশাপাশি বাংলাদেশে সাংবাদিকতার ওপর জনআস্থা ফিরে আসবে’।

প্রেস সচিব বলেন, ‘একজন সাংবাদিকের রাজনৈতিক আদর্শ থাকতেই পারে। কিন্তু তার দায়িত্ব তথ্য সঠিকভাবে তুলে ধরা। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সেটি গ্রহণযোগ্য নয়’।

তিনি বলেন, ‘গত সরকারের সময় সাংবাদিকতা অনেকাংশে সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল। এখন অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা। এর অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও নতুন আইন প্রণয়ন করা হয়েছে। কোনো সংস্থা যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে ব্যবস্থাও নেয়া হয়েছে’।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে সরকার গণমাধ্যমে ন্যূনতম হস্তক্ষেপ করছে না। তবে কিছু ব্যক্তি মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার করছে, যা সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সংবাদমাধ্যমের দায়িত্ব, সরকারের জবাবদিহি নিশ্চিত করা, তবে সেটা সত্যের ভিত্তিতে হতে হবে’।

সভায় সম্প্রচার মাধ্যমের জন্য পৃথক কমিশন গঠনের দাবি জানায় সাংবাদিকদের সংগঠনগুলো। পাশাপাশি সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও পৃথক বেতন কাঠামো প্রবর্তনের আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ