Views Bangladesh Logo

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ বলা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মাহমুদুল হাসানের মন্তব্য গুরুতর অন্যায়, অসম্মানজনক এবং দায়িত্বহীন। একই সঙ্গে তাঁরা ওই শিক্ষককে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেটওয়ার্ক এই নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মাহমুদুল যেভাবে বেগম রোকেয়াকে ‘কাফির মুরতাদ’ বলেছেন, তা সমগ্র শিক্ষকসমাজের জন্য বিব্রতকর। এই ধরনের সংকীর্ণ ও দায়িত্বহীন মন্তব্য বাঙালি মুসলমান নারীসহ সব নারীর পথচলা ঝুঁকিপূর্ণ করে তোলে। সমাজে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়াতে ও নারীর প্রতি অনলাইন–অফলাইনে সহিংসতা বাড়ানোর ক্ষেত্রেও এসব বক্তব্য উসকানি দেয়।

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান স্মরণ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেগম রোকেয়া বাংলা ও তৎকালীন ভারত উপমহাদেশে নারী শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সাম্যের এক অনন্য পথিকৃৎ। তিনি অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়েছেন। তিনি ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং সমাজে নারীকে অবদমিত করতে ব্যবহৃত ধর্মের সংকীর্ণ ব্যাখ্যার সমালোচনা করেছেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ