বিশ্ববিদ্যালয় অনাথাশ্রম নয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলির সমালোচনা করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অনাথাশ্রম নয়, যেখানে খাট আর টেবিল-চেয়ার বিতরণ করে প্রচারণা চালাতে হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ গ্রন্থের ওপর ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচন প্রসঙ্গে রিজভী প্রশ্ন তোলেন, নির্বাচিত ভিপিকে কি কোনো বৈধ ক্ষমতা দেয়া হয়েছে দোকানপাট থেকে জরিমানা আদায়ের? আর যে অর্থ সংগ্রহ করা হচ্ছে, তা নাকি জামায়াতের তহবিলে যাচ্ছে—এর কোনো আইনগত ভিত্তি আছে কি?’
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে। তার ভাষায়, তাদের কার্যকলাপের উদ্দেশ্য হলো রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গঠন করা। আবাসিক হলে লোহার খাট বসানো হচ্ছে, যা কোনো রাজনৈতিক সংগঠন বা ঢাকসুর দায়িত্ব নয়। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেটাতে হলে উপাচার্যের কাছে যেতে হবে, রাজনৈতিক সংগঠনের কাছে নয়।
৫ আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে বিভাজনমূলক প্রচারণা বেড়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, এখন এমন প্রচারণা চালানো হচ্ছে যে, কেউ খারাপ আর কেউ ভালো। বিএনপিকে যেমন বালু উত্তোলন সিন্ডিকেটের সঙ্গে জড়ানো হচ্ছে, তেমনি জামায়াতকে অভিযুক্ত করা হচ্ছে সিলেটে পাথর লুটপাট ও নারী সম্পর্কিত ঘটনায়। এসব গণমাধ্যমে আসলেও যথাযথভাবে প্রচার পাচ্ছে না।
সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, বিএনপিকে নানাভাবে টার্গেট করা হচ্ছে। একটি পরিবারে যেমন দুষ্টু সন্তান থাকতে পারে, সেক্ষেত্রে দেখতে হয় বাবা-মা তাকে কীভাবে নিয়ন্ত্রণ করছে। শুরুতে একজন সরকারি উপদেষ্টা এ ধরনের অপপ্রচার চালু করেন, পরে একটি রাজনৈতিক দল তা অনুসরণ করছে। বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে নানা রকম বক্তব্য তৈরি করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে