Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে দুই নদী থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুটি নদী থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনা ও কাজলী নদীর পৃথক স্থান থেকে মরদেহ দুটি পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় মেঘনা নদীর তীরে মাছ ধরার সময় জেলেরা নদীতে আটকে থাকা এক নারীর মরদেহ লক্ষ্য করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নারীর বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, স্রোতের টানে ভেসে এসে নদীর ধারে আটকে থাকতে পারে।

এর প্রায় দেড় ঘণ্টা পরে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী এলাকার কাজলী নদীতে আরেকটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। নদীর পাড়ে আটকে থাকা মরদেহটি একজন পুরুষের বলে নিশ্চিত করে নৌ-পুলিশ। তার বয়স আনুমানিক ৩৬ বছর। মরদেহ দুটির খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা ও নৌ-পুলিশের আলাদা দুটি দল।

গজারিয়া নৌ–পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ জানান,উভয় লাশই উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, অজ্ঞাত মরদেহ দুটি শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে। নৌ–পুলিশ ও থানা পুলিশ মিলেই তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ