জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিনিধিদলের সংখ্যা ‘ভুলভাবে উপস্থাপিত’: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিদলের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর বক্তব্যকে 'ভ্রান্তিকর' বলে খারিজ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে আলম বলেন, টিআইবি ভুল তথ্যের ভিত্তিতে দাবি করেছে যে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ১০০ জনের বেশি। তিনি পরিষ্কার করে জানান, প্রকৃত সংখ্যা ছিল ৬২—যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি।
আলম উল্লেখ করেন, প্রতিনিধিদলের প্রায় এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মী ছিলেন, যারা আওয়ামী লীগ সমর্থকদের হুমকির কারণে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শীর্ষ কর্মকর্তাদের সুরক্ষা দিতে মোতায়েন হয়েছিলেন। তিনি যোগ করেন, তাদের অনেকে নিরাপত্তা নিশ্চিতে দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন।
শেখ হাসিনার আমলের তুলনায় এই প্রতিনিধিদলকে ছোট, আরও কেন্দ্রীভূত ও কার্যকর বলে বর্ণনা করে আলম জানান, ইতিমধ্যেই সদস্যরা ছয়জনেরও বেশি রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং অন্তত এক ডজন উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়েছেন।
প্রতিনিধিদলের আকার নিয়ে প্রশ্ন স্বীকার করলেও আলম যুক্তি দেন, এ বছরের অংশগ্রহণ ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ । কারণ তার ভাষায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং জুলাই আন্দোলনকে বিকৃত করার প্রচেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর মিত্ররা ভুল তথ্য ছড়াচ্ছে এবং 'কিছু আন্তর্জাতিক মহলের' সহায়তায় কোটি কোটি টাকা ব্যয় করে লবিং চালাচ্ছে, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে দুর্বল করা যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে