ফের ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২২ সালে প্রথমবার এই দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপি’র সঙ্গে কাজ করে আসছেন। তার নতুন মেয়াদ নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে সচেতনতা ও সমর্থন বৃদ্ধিতে কাজ করবেন। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন ক্ষেত্র নিয়ে তিনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর জয়া আহসান বলেন, “ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এখন সময়ের তাগিদ আগের চেয়ে বেশি। এটি আমাদের সবার যৌথ দায়িত্ব, এবং আমি চেষ্টা করব সবাইকে একসঙ্গে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে।”
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য শক্তিশালী প্রতিনিধি। তার কাজের মাধ্যমে এসডিজি বার্তা নাগরিকদের কাছে আরও কাছে পৌঁছাবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে