Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে বাংলাদেশ প্রসঙ্গে একাধিক প্রশ্ন করা হয়। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। সে কারণে বর্তমানে জাতিসংঘ এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রমে যুক্ত হচ্ছে না। তবে তিনি জানান, জাতিসংঘের কান্ট্রি অফিসগুলো প্রায়ই নির্বাচনী প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিয়ে থাকে এবং বাংলাদেশে এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে কি না, তা পরে জানানো হবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা অন্য প্রশ্নের জবাবে স্টিফেন দুজারিক বলেন, তিনি সংবাদ বিশ্লেষণ করেন না। তাঁর ভাষায়, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের দায়িত্ব। তবে তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে অনুষ্ঠিত একটি নির্বাচনকে সব ধরনের সমর্থন দিয়ে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র একই অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিক ঘটনা বিশ্লেষণে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ ছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে স্টিফেন দুজারিক বলেন, তাঁর মৃত্যুতে জাতিসংঘ তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ