বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
জাতিসংঘ আশা করছে, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং সব মানুষ নিরাপদে ভোটে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া তারা চায়, ভোটাররা স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে সক্ষম হোক।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেসের উপ মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মহাসচিব কি গণতন্ত্র এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখার জন্য নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়কাল সম্পর্কে কোনো পরামর্শ আছে?
জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, যথা সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা উৎসাহিত করছি। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী আমরা এটি স্পষ্ট করেছি যে, নির্বাচনে সকলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যাতে তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন, সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে