ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবাইকে গভীর সমবেদনা জানাচ্ছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও পৃথক বার্তায় একই ধরনের শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা আগারগাঁও আবহাওয়া অফিস থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম–দক্ষিণ–পশ্চিমে এবং ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে