Views Bangladesh Logo

নির্বাচনে ইসিকে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ: গোয়েন লুইস

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা প্রদান করবে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আশা করছেন, এই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান গোয়েন লুইস। এর আগে বিএনপি নেতাদের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অন্যান্য জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হয়েছে।

আমির খসরু বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সবচেয়ে বড় দাবি হলো যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার পরিকল্পনা আছে, তা কীভাবে সফলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।”

আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ও চলমান মানবিক সংকটও স্থান পায়। গোয়েন লুইস ও বিএনপি নেতারা পর্যালোচনা করেন যে, প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অংশীদাররা কীভাবে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য একসঙ্গে কাজ করতে পারে।

এ ছাড়াও কঠিন সময়ে বাংলাদেশে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ রক্ষায় গোয়েন লুইসের ভূমিকার প্রশংসা করেন আমির খসরু। তিনি বলেন, “জাতিসংঘের সনদ অনুযায়ী গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করতে তিনি সাহসিকতার সঙ্গে কাজ করেছেন।”

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের বিশেষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা শামা ওবায়েদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ