Views Bangladesh Logo

হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, নিরপেক্ষ তদন্তের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মহাসচিব নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংযম প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়ে পৃথক বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায় এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেয়।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিঙ্গাপুরে হাদির মৃত্যু হয়। প্রতিশোধপরায়ণতা পরিস্থিতিকে আরও জটিল করবে বলেও সতর্ক করেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ