Views Bangladesh Logo

জাতীয় নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘ পূর্ণ সহযোগিতা দেবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।

গুইন লুইস জানান, নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার ক্ষেত্রেও তারা কাজ করবে।

বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন ও রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিল ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন। জবাবে জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়নে দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ