Views Bangladesh Logo

বাংলাদেশের নির্বাচনে ভোটার অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের ওয়েবসাইট চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের জাতীয় নির্বাচনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দিতে একটি ওয়েবসাইট চালু করেছে জাতিসংঘ (ইউএন)।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, [www.futurebangladeshyouwant.org](http://www.futurebangladeshyouwant.org) নামের এই ওয়েবসাইটটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক অংশগ্রহণ জোরদার করা এবং একটি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সহায়তার লক্ষ্যে চালু করা হয়েছে।

ওয়েবসাইটটিতে ভোটাধিকার, নাগরিক দায়িত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরা হয়েছে।

জাতিসংঘ ও নির্বাচন কমিশনের মতে, সচেতন ও সক্রিয় নাগরিক সম্পৃক্ততার লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ এবং ভবিষ্যতমুখী চিন্তাভাবনা উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে।

ওয়েবসাইটটিতে নিবন্ধনের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের কল্পিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত জানাতে পারবেন। এটি একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক পরিসর হিসেবে কাজ করবে, যেখানে পটভূমি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব নাগরিক অংশ নিতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ