Views Bangladesh Logo

বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারে জাতিসংঘের পূর্ণ সমর্থন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

বৈঠকে রাজনৈতিক সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কনীতির প্রভাব এবং ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ নানা বিষয় আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে যাতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তা চান এবং সতর্ক করে বলেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা বিদেশে পাচার করা সম্পদ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কারে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে জাতিসংঘের প্রতিশ্রুতিও তুলে ধরেন।

অধ্যাপক ইউনূস গত ১৪ মাসের নেতৃত্বের জন্য জাতিসংঘ মহাসচিবের প্রশংসা পান। গুতেরেস বলেন, “বাংলাদেশের এই কঠিন উত্তরণকালীন আপনার নেতৃত্ব আমি শ্রদ্ধা করি ও প্রশংসা করি।”

এ সময় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানালে গুতেরেস আশ্বাস দেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ