Views Bangladesh Logo

ডাকসু নির্বাচনে শিবিরের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উমামা ফাতেমার প্যানেলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদগুলোর চলমান নির্বাচনে ছাত্রশিবিরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হলেও বাকিদের না দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল তিনটা ৪৫ মিনিটের দিকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমার নেতৃত্বে শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) বিক্ষোভ মিছিল বের হয়। ‘শিবির সমর্থিত নির্বাচন গ্রহণযোগ্য নয়’ এর মতো নানা স্লোগান দেন প্যানেলটির সদস্যরা। উমামার অভিযোগ, ছাত্রশিবিরের প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এর মাধ্যমে শিবিরের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে।

সাংবাদিকদের প্যানেলের অন্য সদস্যরা অভিযোগ করেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও শিবিরের প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে।

সোমবারও (৮ সেপ্টেম্বর) উমামা ফাতেমা ফেসবুকে দুটি ছবি শেয়ার করে অভিযোগ তুলেছিলেন, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হল ভোটকেন্দ্রের বাইরে প্রচারমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তার মতে, লিফলেটে দুটি তালিকা ছিল। একটিতে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীদের নাম এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থীদের নাম দেখা গেছে।

তিনি পোস্টে লেখেন, ‘এমনকি গুজবও রয়েছে যে, এই তালিকাগুলো পোলিং বুথ ডেস্কের নিচে রাখা হচ্ছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ