Views Bangladesh Logo

ডাকসুতে স্বতন্ত্র প্যানেল নিয়ে লড়বেন উমামা ফাতেমা

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গড়ে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজে আগ্রহী শিক্ষার্থীদের তার উদ্যোগে যোগদানেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ডাকসুর এবারের নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর। ভোটের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী উমামা বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম বছর থেকেই আমি ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোতে জড়িত। ছাত্রকল্যাণে ও সেবায় তাদের ভেতরে-বাইরে থেকে কাজ করছি’।

স্বাধীন নেতৃত্বের গুরুত্বে জোর দিয়ে বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে স্বতন্ত্র প্যানেল গঠনে নিজের প্রেরণাও ব্যাখ্যা করেছেন উমামা। তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীরা এমন নেতা চান, যারা কোনো রাজনৈতিক গোষ্ঠী নিয়ন্ত্রিত না হন, যারা ছাত্র অধিকার রক্ষায় অটল থাকেন এবং যারা বিশ্ববিদ্যালয়কে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ, কেবল রাজনৈতিক নেতৃত্বের প্রজনন ক্ষেত্র নয়’।

পোস্টে নিজের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ এবং হল অধিভুক্তির পরিচিতি দিয়ে প্রথম বর্ষেই হলগুলোতে ন্যায্য প্রবেশাধিকারের দাবিতে ‘বৈধ আসন আমার অধিকার’ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় তার ভূমিকাও তুলে ধরেন উমামা। এ অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর সমাধান বড় ধরনের বিপ্লব ছাড়া খুবই কঠিন, আর সে পরিবর্তন আনতে পারেন কেবল শিক্ষার্থীরাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংগঠিত ও লেজটিমেট একটি বডি, যেটি কেবল ছাত্র সংসদ’।

ইতিবাচক রূপান্তরে নিবেদিতপ্রাণ শিক্ষার্থীদের সমন্বয়ে গবেষণা-ভিত্তিক, অগ্রগামী-চিন্তাশীল স্বতন্ত্র প্যানেল গঠনে নিজের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বলেন, ‘আমাদের লক্ষ্য হল তথ্যচালিত এবং দূরদর্শী পদ্ধতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণে কাজ করা’।

ডাকসু নির্বাচন উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে কারণ শিক্ষার্থীরা এমন নেতৃত্বের সন্ধান করছে যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধান করতে পারে এবং ছাত্র সংগঠনের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।

আগ্রহী শিক্ষার্থীদের তার প্যানেলে যোগদানের আহ্বান জানিয়ে উমামা ফাতেমা বলেন, ‘আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চান, যারা বৈধ আসন, মৌলিক ছাত্র অধিকার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে আমাদের প্যানেলের অংশ হতে স্বাগত জানাই’।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান, তাদেরকে আমি আমাদের প্যানেলের পক্ষ থেকে কমেন্টে দেয়া ফরমটি পূরণের অনুরোধ জানাচ্ছি’।

এরপর ফেসবুক পোস্টটির প্রথম কমেন্টে প্যানেলে যোগদানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইন ফরমটি শেয়ার করেছেন উমামা ফাতেমা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ