Views Bangladesh Logo

দেশে ‘উগ্র প্রতিক্রিয়াশীল’ গোষ্ঠীর উত্থান ঘটছে: সিপিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাবি করেছেন, দেশে ‘উগ্র প্রতিক্রিয়াশীল’ সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় দলের ত্রয়োদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ সময় আমরা দেখতে পাচ্ছি, দেশে দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তির উত্থান। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশসমূহ আমাদের দেশের ওপরে আধিপত্য বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে।’

গণতন্ত্রের পথে হাঁটতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি হলেও কিছু মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টা ও সমর্থক দলগুলোর ভূমিকাও যথাসময়ে নির্বাচন আয়োজনে প্রশ্ন তুলছে।’

প্রিন্স বলেন, এবারের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা আবার সামনে এসেছে। শত শত শহীদের আত্মদানে কমিউনিস্টদের লড়াই এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গঠনে দুর্বৃত্তায়িত অর্থনীতি-রাজনীতির অবসান ঘটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠন এখনকার জরুরি কর্তব্য।’

জাতীয় সম্মেলনের উদ্বোধন হয় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ।

সিপিবি জানিয়েছে, এবারের সম্মেলনে সারা দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষকসহ ৬ শতাধিক সদস্য অংশ নিচ্ছেন। ২০ থেকে ২২ সেপ্টেম্বর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ