লুট হওয়া পাথর ফেরত পেতে আলটিমেটাম
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সব পাথর তিন দিনের মধ্যে ফেরত দিতে আলটিমেটাম দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আলটিমেটাম দেন।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, বিজিবির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন, উপজেলার জনপ্রতিনিধি, মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, পাথর ব্যবসায়ী, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা যে তিনদিনের সময়সীমা দিয়েছি, এর মধ্যে যদি লুট হওয়া সকল সাদাপাথর ভোলাগঞ্জ ডাম্পিং সাইটে ফিরিয়ে দেন- তাহলে মামলা হবে না। তিন দিন পর যদি আমরা কারো ক্রাশার মিলে কিংবা বাসার সামনে সাদাপাথর পাই, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে প্রয়োজনে মামলা দেব।
তিনি বলেন, আপনারা জানেন, বিভিন্নভাবে আমাদের গোয়েন্দারা কাজ করছে। ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারদের সাথে আলোচনা হবে কীভাবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধার করা যায়। এমনকি কোম্পানীগঞ্জের ইউএনওর পক্ষ থেকে বিকাল থেকে মাইকিং করানো হবে।
তিনি আরও বলেন, আমরা যেকোনোভাবে লুট হওয়া পাথর উদ্ধার করে পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে সবার সহযোগিতা কামনা করি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে