বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাজ্য। ভোটিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা করতে চায় দেশটি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ।
পরে সাংবাদিকদের সারাহ কুক জানান, আগামী বছরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। মূলত ওই নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় তার দেশ। পাশাপাশি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায়।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করছেন সিইসি-ইসিরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে