পাঁচ দিনের সরকারি সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস উইন্টারটন
পাঁচ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ডনকাস্টার ডিবিই-এর ব্যারোনেস রোজি উইন্টারটন। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারই এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে দেশটি।
রোববার (৫ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ব্যারোনেস উইন্টারটন। পরে তিনি বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশ গতিশীল ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব ভাগ করে নেয়। আমি এখানে বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে সমর্থন ও পারস্পরিক সুবিধার নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে এসেছি’।
ব্যারনেস উইন্টারটন জানান, তিনি যুক্তরাজ্য-সমর্থিত বিনিয়োগগুলো সরাসরি দেখতে আগ্রহী, যা কর্মসংস্থান ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী এবং দুই দেশে প্রকৃত অর্থনৈতিক মূল্য তৈরি করছে।
ব্রিটিশ হাইকমিশন জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করবেন তিনি। অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য অংশীদারিত্ব ও বিনিয়োগের সুযোগ নিয়ে বৈঠকগুলোতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ব্যারোনেস উইন্টারটনের।
ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকালে বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি। চট্টগ্রামে যুক্তরাজ্য-সংযুক্ত বিনিয়োগ প্রকল্পগুলোও পরিদর্শন করবেন তিনি, যেগুলো কর্মসংস্থান সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে।
এই সফরে যুক্তরাজ্যের ‘উন্নয়নশীল দেশ ট্রেডিং স্কিম’ তুলে ধরা হবে, যা ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। স্বল্পোন্নত দেশগুলোর অবস্থা থেকে উত্তরণের সঙ্গে সঙ্গে রপ্তানি প্রতিযোগিতামূলকতাকেও সমর্থন করবে স্কিমটি।
সবুজ অর্থায়ন ও টেকসই অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের উন্নয়ন অর্থ সংস্থা ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গেও দেখা করবেন ব্যারনেস উইন্টারটন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, এটি ছয় মাসের মধ্যে বাণিজ্যদূতের দ্বিতীয় সফর, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রতি যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, ‘যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। পারস্পরিক সমৃদ্ধিতে আমরা এই সম্পর্ক আরও জোরদারে আগ্রহী’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে