বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পার্বত্য চট্টগ্রামে সম্ভাব্য অস্থিরতার কারণে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিনটি জেলায় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে হবে।
এফসিডিওর সতর্কতায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের সময় সামনে রেখে—রাজনৈতিক সভা-সমাবেশ বাড়তে পারে, বড় জনসমাগম হতে পারে, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেতে পারে, যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
এ কারণে ব্রিটিশ নাগরিকদের চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে বলা হয়েছে, এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের পক্ষে জরুরি সহায়তা দেওয়া কঠিন হতে পারে।
এফসিডিও আরও সতর্ক করে বলেছে, সরকারি নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা (ট্রাভেল ইন্স্যুরেন্স) বাতিল হয়ে যেতে পারে।
নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং একা ভ্রমণকারীদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিয়মিত ই-মেইল অ্যালার্টের মাধ্যমে পরিস্থিতির হালনাগাদ তথ্য জানতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
এফসিডিও জানিয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঝুঁকি এখনো রয়েছে। বিশেষ করে—ভিড়পূর্ণ এলাকা, গণপরিবহন, রেস্তোরাঁ, ধর্মীয় উপাসনালয় ও রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা বেশি।
সংস্থাটি আরও জানায়, উগ্রবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে, যারা ধর্মীয় সংখ্যালঘু বা ইসলামবিরোধী হিসেবে বিবেচিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে।
এফসিডিওর মতে, ২০২৪ সালের জুলাই–আগস্টের রাজনৈতিক অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। তাই সব সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে