উজিরপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যা রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে উপজেলা শহর থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা বিচারাধীন আছে বলে জানা গেছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা আছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়ে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে উজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সেই সব মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে