নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস: তদন্তে চার সদস্যের কমিটি গঠন ইউজিসির
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ছাদ ধসের ঘটনায় তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি এ তথ্য জানিয়েছে।
কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মকসুদুর রহমান ভূঁইয়া। কমিটির অন্যান্য সদস্যরাও পরিকল্পনা বিভাগ থেকে মনোনীত হয়েছেন। তারা আগামী ৩ আগস্ট দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল সংলগ্ন ১০ তলা ছাত্রাবাস ভবনের সম্প্রসারণ অংশে (পার্কিং এলাকা) নির্মাণকাজ চলাকালে দ্বিতীয় তলার ছাদ হঠাৎ ধসে পড়ে। এতে অন্তত ১১ জন নির্মাণশ্রমিক আহত হন। আহতদের মধ্যে আটজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান গভীর দুঃখ প্রকাশ করেন এবং বলেন, 'এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নির্মাণ নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।'
ইউজিসি জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণে নিরাপত্তা, মান এবং তদারকির ক্ষেত্রে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে